'বঙ্গবন্ধু কন্যা একজন মমতাময়ী মা' আড়াইহাজারে গাজীপুরের মেয়র
রবিবার, ২৪ জানুয়ারি ২০২১, ১৯:৩০
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মমতাময়ী মা। মায়ের পরম আদর ও ভালোবাসা দিয়ে তিনি তিলে তিলে আমাদের গড়ে তুলেছেন। শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে আর শেখ হাসিনা ভালো থাকলে আমরাও ভালো থাকবো।
রোববার ২৪ জানুয়ারি বিকেলে আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে ঈশান বাবু ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বালিয়াপাড়া স্কুল এন্ড কলেজ মাঠের উন্নয়নের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ৫০ লাখ টাকা অনুদান ঘোষনা করেন তিনি।
মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।
দেলোয়ার হোসেন সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, লেডিস ক্লাবের সভাপতি ও ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, সদস্য অ্যাডভোকেট পারভীন আক্তার কবিতা, ইউপি চেয়ারমস্যান অদুদ মাহমুদ, আমান উল্যাহ আমার, আলী হোসেন, মিথিলা গ্রুপের পরিচালক মাহবুব খান হিমেল, ডা. কামরুল হাসান তুষার প্রমুখ।
পরে মেয়র বিজয়ী দল পাকুন্ডা উদয়ন সংঘকে ঈশান বাবু ফুটবল টুর্ণামেন্টের বিজয়ী ট্রফি প্রদান করেন। ফাইনাল খেলায় পাকুন্ডা উদয়ন সংঘ রূপগঞ্জ সেভেন স্টারকে ২-১ গোলে পরাজিত করে। খেলায় উভয় দলে দেশি বিদেশী নামী দামী খেলোয়ারগণ অংশগ্রহণ করে। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করে।
- আগামীকাল বন্দর ইউনিয়নে সেলিম ওসমানের সভা
- অসুস্থ ওয়াকার্স পার্টির নেতা হিমাংশু সাহা হাসপাতালে
- নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবে জেলা আওয়ামী লীগ
- শিক্ষা ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য করা যাবে না: মন্ত্রী গাজী
- বিএনপি নেতা পিয়ার জাহানের মৃত্যুতে জেলা বিএনপির শোক
- জামপুর ইউপি’তে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করলেন এমপি খোকা
- পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া নাগরিকের নৈতিক দায়িত্ব: এমপি বাবু
- শ্রমিক নেতা তাজুল ইসলাম স্মরণে সমাবেশ
- জমকালো আয়োজনে শামীম ওসমানের জন্মদিন পালিত
- তাকের রহমানের সাথে ভার্চুয়াল বৈঠকে মহানগর বিএনপি
- টিকা দেবার পর করোনার ভয় একবারে কমে গেছে: বস্ত্র ও পাটমন্ত্রী
- একসাথে কাজ করার আহবান জানালেন এমপি বাবু
- মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকার স্মরণ করলেন আনোয়ার
- প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকি: শামীম ওসমান
- মন্ত্রীত্বের জন্য সৈয়দ আশরাফের নাম প্রস্তাব করেছিলেন শামীম ওসমান