'দেশসেরা' তোলারাম কলেজ ছাত্রীকে পুরস্কৃত করলেন শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৩
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক দু’টি বইয়ের উপরে রচনা লিখে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন সরকারি তোলারাম কলেজের স্নাতক ইংরেজি বিভাগের শিক্ষার্থী আফসারীম আহমেদ। গত বুধবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ড. দীপু মনির হাত থেকে পুরস্কার হিসেবে তাকে ৫০ হাজার টাকা ও সনদ গ্রহণ করেন ওই শিক্ষার্থী৷
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থদ্বয় থেকে যা শিক্ষণীয়’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় সারা দেশের ৯০টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৬৪টি রচনা জমা পড়ে। দক্ষ বিচারকমন্ডলী সেরা বিজয়ীদের নির্বাচিত করেন।
এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আফসারীম আহমেদ। দ্বিতীয় স্থান অর্জন করেন রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোছা. সাদিয়া আফরিন। তিনি পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকার চেক ও সনদ পান। যুগ্মভাবে তৃতীয় হন সরকারি কুমুদিনী কলেজের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী শিলা আক্তার এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের এস এম দেলোয়ার হোসেন। তারা দু’জনে ২০ হাজার টাকা করে চেক ও সনদ পেয়েছেন।
- 'দেশসেরা' তোলারাম কলেজ ছাত্রীকে পুরস্কৃত করলেন শিক্ষামন্ত্রী
- রচনা লিখে দেশসেরা তোলারাম কলেজের ছাত্রী
- ঢাকা বিভাগের সেরা জয়িতা নারায়ণগঞ্জের জেবউননেছা
- স্বাধীনতা পুরস্কার পেলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী
- নারায়ণগঞ্জে নির্মিত হচ্ছে ১১১ তলা বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার
- একুশে পদক পেলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান সুফী মিজানুর রহমান
- আইজিপি ব্যাজ পেলেন নারায়ণগঞ্জের ৪ কৃতি সন্তান
- ক্র্যাবের সহসভাপতি মোরছালীন বাবলা
- প্রথম আলোর বর্ষসেরা আলোকচিত্রী দিনার মাহমুদ
- শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি আসিফকে
- মানবাধিকার কমিশনের ‘সদর দপ্তর বিশেষ প্রতিনিধি’ না.গঞ্জের রুমি
- ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের তাহমিনা
- হোসেন জামালের নামে ঢাবিতে ট্রাস্ট ফান্ড গঠন
- প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল নারায়ণগঞ্জের সুদিন
- বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা পেলো সোনারগাঁ