সোনারগাঁয়ের সেই অজ্ঞাত লাশ স্কুল ছাত্রী জেবার
বুধবার, ৯ অক্টোবর ২০১৯, ১৮:১১
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পিয়ারনগর এলাকায় একটি ঝোপ হতে গত শুক্রবার উদ্ধার হওয়া অজ্ঞাত কিশোরীর গলিত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
তার নাম জান্নাতুল জেবা। সে ঢাকার যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকার মান্নান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম অষ্টম শ্রেণির ছাত্রী। গত ৩০ সেপ্টেম্বর সে নিখোঁজ হয়। এ ঘটনায় ডেমরা থানায় একটি জিডি করা হয়।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল আজাদ জানান, গত ৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পিয়ারনগর এলাকার একটি ঝোপের ভেতর একটি গলিত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে হাত, পা ও মাথা বিহীন কিশোরীর গলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব পান এসআই আবুল কালাম আজাদ। তিনি লাশের পরিচয় সনাক্ত করতে কাজ শুরু করেন।
পরে নিহতের পরিহিত জামা কাপড় ও জুতা নিয়ে দেশের বিভিন্ন থানায় যোগাযোগ করে জানতে পারেন যে ডেমরা থানায় এ ধরণের একটি মেয়ে নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। পরে ওই জিডির সূত্র ধরে ৮ অক্টোবর সোমবার রাতে তিনি নিহতের মা বাবাকে নিহতের পরিহিত জামা কাপড় ও জুতা দেখালে তারা তার পরিচয় শনাক্ত করেন।
এসআই আজাদ আরো জানান, জান্নাতুল জেবা যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকার মান্নান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম অষ্টম শ্রেণির ছাত্রী। সে গোপালগঞ্জ জেলার চরমানিকদা গ্রামের দিদার মিয়ার মেয়ে। তার পরিবার কোনাপাড়া এলাকায় ভাড়া থাকেন। শীঘ্রই এ হত্যাকান্ডের ক্লু উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।
এদিকে নিহত জান্নাতুল জেবার মা মানছুরা বেগম জানান, গত ৩০ সেপ্টেম্বর রাতে কে বা কাহারা তার মেয়েকে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর বহু খোঁজাখুজি করেও তাকে আর পাওয়া যায়নি।
- বন্দরে মানবাধিকার দিবসে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- ফতুল্লা প্রেস ক্লাবে মানবাধিকার দিবস পালন
- নাসিক ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বহি বিতরণ
- বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
- সিদ্ধিরগঞ্জে মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
- সিদ্ধিরগঞ্জে পদ্মা জেনারেল হাসপাতাল সিলগালা
- সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ালো মাদরাসার শিক্ষার্থীরা
- এক মাসের মধ্যেই উধাও পুলিশের পলাতক আসামীদের তালিকা
- ভাইকে আটকে রেখে বোনকে পালাক্রমে ধর্ষণ করে ছয়জন
- ফতুল্লায় গণধর্ষণের শিকার নারী শ্রমিক, আটক ৬
- বন্দরে তিন দোকানীকে জরিমানা
- বন্দরে ১৯নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ
- ফতুল্লায় শ্রীলঙ্কান নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
- রূপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১
- বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত