সেনা অফিসাররা সবাই ‘মেইড ইন বাংলাদেশ’
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৪
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, ‘একটা সময় সেনাবাহিনীর বেশিরভাগ অফিসাররা ছিলেন মেইড ইন পাকিস্তান। আর আজকের সেনা অফিসাররা সবাই মেইড ইন বাংলাদেশ। কিছু সাবেক সেনা কর্মকর্তা ও নামধারী সাংবাদিক বর্তমান সেনাপ্রধান, ডিজিএফআই এর চীফ, এনএসআই এর চীফ ও আইজিপি তাদের নিয়ে কথা বলছে। সাবেক প্রধানদের সবাইকে নিয়ে কথা বলা হচ্ছে। আমার মনে হচ্ছে বহুদিন ধরে এই ষড়যন্ত্রটা খেলা হচ্ছে। কারণ ষড়যন্ত্রকারীরা তাকেই টার্গেট করে যে ষড়যন্ত্র রুখে দেয়। এই সেনাবাহিনী তো বাংলাদেশ আওয়ামী সেনাবাহিনী না এটা আমাদের দেশের সম্পদ। তারা আজকে বিদেশে গিয়ে ১২৪ জন জীবন দিয়েছে ২২২ জন আহত হয়েছে। তারা রাত জাগে বলে আমরা দিনে ঘুমাই।’
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি একটি টেলিভিশনে টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্র সব দলেই থাকে এবং ষড়যন্ত্র আছে বলেই খন্দকার মোশতাকের সৃষ্টি হয়েছে। ষড়যন্ত্র আছে বলেই বিএনপির জাতীয় পর্যায়ের কয়েকজনকে শোকজ করা হয়েছে। রাজনীতি হচ্ছে খুবই নিষ্ঠুর এবং দয়ালু। বঙ্গবন্ধুকে তো খন্দকার মোশতাকই দরজাটা খুলে দিয়েছে, বাইরে থেকে কেউ এসে মারে নাই। এখানে মীর জাফরের সৃষ্টি হয়েছে আবার নবাব সিরাজউদ্দৌলা সৃষ্টি হয়েছে। দুঃখ এটাই যে হাজার বছরে একটা বঙ্গবন্ধু আসে আর বছরে বছরে খন্দকার মোশতাক জন্ম নেয়।’
শামীম ওসমান বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে একটা চরম অশুভ খেলা চলছে। এটা কোনো সরকার পরিবর্তনের খেলা না। রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার খেলা এবং এটা বৈশ্বিক রাজনীতির একটা অংশ। যারা এই খেলা খেলছেন তারা যে শুধু দেশের ভেতরে আছেন তা নয় বরং দেশের বাইরে আছেন এবং সেখান থেকে অর্থের যোগান হচ্ছে। বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে বানানোর চেষ্টা হচ্ছে। এখানে যারা রাজনীতি করেন এবং করেন না তারা এটার সাথে জড়িত হচ্ছেন। সেখানে মূল টার্গেট করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যিনি স্বপ্ন দেখেন এবং বাস্তবায়ন করেন।’
তিনি আরও বলেন, ‘আল জাজিরা সম্পর্কে সারা বিশ্বে কথা আছে এবং অনেক জায়গায় এটি নিষিদ্ধ করা হয়েছে। আল জাজিরায় সামি যখন আলোচনা করছেন তিনি তখন হারিস সাহেব সম্পর্কে কয়েকবার উচ্চারণ করেছেন উনি একজন সাইকোপ্যাথ। আল জাজিরার মত একটা মিডিয়া এটা শুনছে এবং তার কথার উপর ভিত্তি করে একটা নিউজ ছাড়ছে এটা কি করে সম্ভব। কারণ ঐ নিউজে দেশের স্তম্ভগুলোকে খাটো করা হয় তখন অনেকে খুশি হয় কেন? আমি বলবো না এখানে বিএনপির বহু নেতা জড়িত। বিএনপির অনেক লোক জড়িত আছেন, স্বাধীনতা বিরোধী শক্তি জড়িত আছে। আমার মনে হচ্ছে এ ষড়যন্ত্র রাষ্ট্রের সরকার পরিবর্তনের জন্য না বরং রাষ্ট্রকে অকার্যকর করার জন্য।’
- আমার পরবর্তী প্রজন্ম এই রাজনীতিতে আসবে না: শামীম ওসমান
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় শামীম ওসমানের দোয়া
- সোনারগাঁয়ের আটক জাপা নেতাদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবি
- নাশকতার মামলায় জাপা সভাপতি ও জামায়াতের আমীর রিমান্ডে
- ফতুল্লায় শ্রমিক ফ্রন্টের কমিউনিটি কিচেন উদ্বোধন
- মহানগর জামায়াতের আমীর মাঈনুদ্দিন গ্রেফতার
- কবরীর মৃত্যুতে মহানগর বিএনপির শোক
- ২০ এপ্রিল জাসদ নেতা আব্দুস সাত্তারের মৃত্যুবার্ষিকী
- বাঁশখালীর ঘটনায় না’গঞ্জে ছাত্র ফেডারেশনের মানববন্ধন
- ‘চাচী’ কবরীর মৃত্যুতে শামীম ওসমানের শোক
- চট্টগ্রামে গুলিতে শ্রমিক মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি গণসংহতির
- টিকার দ্বিতীয় ডোজ নিলেন সাজনু
- যুবলীগ নেতা রিপনের স্ত্রীর জন্য ৯ মসজিদে দোয়া
- ছিন্নমূল ও কর্মহীনদের জন্য বাসদের কমিউনিটি কিচেন
- খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া