সিদ্ধিরগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার
বুধবার, ২৪ জুলাই ২০১৯, ১৮:১৬
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে একটি সরকারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলটির সহকারী শিক্ষক মো. শাহাবুদ্দিন আহমেদ টিটুকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনী থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে।
অভিযুক্ত শিক্ষক কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাঙ্গাখালী গ্রামের মৃত হাসেমউদ্দিনের ছেলে। সে ডিএনডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক শাহাবুদ্দিন স্কুলে শিক্ষকতার পাশাপাশি একটি কোচিং সেন্টার চালান। বুধবার সকাল সাড়ে আটটায় শাহাবুদ্দিনের কোচিং সেন্টারে পড়তে গেলে ভুক্তভোগী ছাত্রীকে পরীক্ষার খাতা দেখানোর কথা বলে তার অফিস রুমে নিয়ে যায়। পরে সেখানে ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে এবং ধর্ষণ চেষ্টা চালায়। এসময় ওই ছাত্রী বাধা দিয়ে কান্না শুরু করলে এ ঘটনা কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগী বাড়ি ফিরে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে তার মা থানায় অভিযোগ দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম মিয়া বলেন, ভিক্টিমের মা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
- বন্দরে ১৯নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ
- ফতুল্লায় শ্রীলঙ্কান নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
- রূপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১
- বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত
- বন্দরে ২৫নং ওয়ার্ডে ভাতা বহি বিতরণ
- রূপগঞ্জে লাইফ এইড হাসপাতালে পল্লী চিকিৎসক সমাবেশ
- ফতুল্লায় দুই ফার্মেসিকে জরিমানা
- সোনারগাঁয়ে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ
- রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় গ্রেফতার ২
- কাফনের কাপড় পাঠিয়ে কাঞ্চনের প্যানেল মেয়রকে হত্যার হুমকি
- আড়াইহাজারে দুই ইটভাটাকে জরিমানা ৭ লাখ
- র্যাবের অভিযানে ৩ চাঁদাবাজ গ্রেফতার
- সিদ্ধিরগঞ্জে ডাচ-বাংলা ব্যাংকে আগুন, আহত ৩
- বন্দরে বরযাত্রায় হামলার অভিযোগে গ্রেফতার ৪
- রূপগঞ্জে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন