সিদ্দিক হত্যা মামলায় মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালু গ্রেফতার
সোমবার, ৮ জুলাই ২০১৯, ১৫:৫৩
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: ফতুল্লায় ইয়াবা সেবনকে কেন্দ্র করে সিদ্দিক মিয়া (৫৫) হত্যাকান্ডে জড়িত চিহ্নিত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ জুলাই) সকালে ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে এ মামলায় তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।
গ্রেপ্তারকৃত সালাউদ্দিন সালু ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকার সফর আলীর ছেলে।
সিদ্দিক মিয়া হত্যা মামলায় গ্রেফতার করা হয় আবু বক্কর (২৯), বিপ্লব (২৮) ও মুজাকে (৩০)। তাদের মধ্যে আবু বক্কর সিদ্দিক মিয়াকে হত্যা করা দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। আদালতে দেয়া জবানবন্দিতে এই হত্যাকান্ডে সালাউদ্দিন সালুর জড়িত থাকার বিষয়টি জানালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিদ্দিক মিয়া হত্যাকান্ডের বিষয়ে অজ্ঞাত নামা আসামি করে নিহতের মেয়ে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের পর ইতিপূর্বে তিনজন আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আবু বক্কর নামে একজন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। আবু বক্করের দেয়া জবানবন্দি মূলে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকসহ ৯ টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি জিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। আর হত্যাকান্ডের রহস্য উদঘাটনে সালাউদ্দিন সালুকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, সিদ্দিক মিয়া হত্যাকান্ডে যারাই জড়িত রয়েছে তারা কেউ ছাড় পাবে না। খুব শীঘ্রই বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ১৩ জুন বিকেলে ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকাস্থ শহিদ মিয়ার বাড়িতে বসবাসরত সিদ্দিক মিয়ার রুমে আবু বক্কর সহ ৮ থেকে ৯ জন মাদকসেবী ইয়াবা সেবন করতে বসেন। বারবার চাওয়ার পরও সিদ্দিক মিয়াকে কেউ ইয়াবা দিচ্ছিলো না। এতে সে উত্তেজিত হয়ে উঠলে অন্যরা তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ৮ থেকে ৯ জন মিলে সিদ্দিক মিয়াকে মারধর করে বুকে কাঠ ও বাঁশ দিয়ে এলোপাতারি আঘাত করে হত্যা শেষে বাড়ির পাশের জমির কাশবন ভিতরে লাশ ফেলে চলে যায়। নিহত সিদ্দিক ফতুল্লার দেওভোগ মুন্সিবাড়ি এলাকার মৃত. ফজর আলী মুন্সীর ছেলে। সে তার পরিবার নিয়ে ভাতিজা শহিদের বাড়িতে বসবাস করতো।
- বন্দরে মানবাধিকার দিবসে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- ফতুল্লা প্রেস ক্লাবে মানবাধিকার দিবস পালন
- নাসিক ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বহি বিতরণ
- বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
- সিদ্ধিরগঞ্জে মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
- সিদ্ধিরগঞ্জে পদ্মা জেনারেল হাসপাতাল সিলগালা
- সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ালো মাদরাসার শিক্ষার্থীরা
- এক মাসের মধ্যেই উধাও পুলিশের পলাতক আসামীদের তালিকা
- ভাইকে আটকে রেখে বোনকে পালাক্রমে ধর্ষণ করে ছয়জন
- ফতুল্লায় গণধর্ষণের শিকার নারী শ্রমিক, আটক ৬
- বন্দরে তিন দোকানীকে জরিমানা
- বন্দরে ১৯নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ
- ফতুল্লায় শ্রীলঙ্কান নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
- রূপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১
- বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত