শীতলক্ষ্যায় নিখোঁজ সেই যুবকের লাশ উদ্ধার
শুক্রবার, ১৯ জুলাই ২০১৯, ১৮:৩৪
প্রেস নারায়ণগঞ্জ.কম

ফাইল ছবি
প্রেস নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর ভেসে উঠেছে রকিবুল (২৪) নামে যুবকের লাশ৷
শুক্রবার (১৯ জুলাই) দুপুর ৩টার দিকে নগরীর হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটের পাশে লাশটি ভেসে ওঠে৷ খবর পেয়ে লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা৷
এর আগে গত বুধবার (১৭ জুলাই) দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে৷ নিখোঁজের পর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিটের চেষ্টার পরও নিখোঁজ যুবককের খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ রকিবুল বরিশালের নাসিরউদ্দিন হাওলাদারের ছেলে৷ সে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করতো। তবে সে সদর উপজেলার খানপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকতো।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বুধবার দুপুরে ছয়-সাতজন বন্ধুর সাথে শীতলক্ষ্যায় গোসল করতে নামে রকিবুল। রকিবুল ও তার আরেক বন্ধু নদীর পাড়ে নোঙর করা জাহাজ থেকে নদীতে ঝাপ দিতে থাকে। এক পর্যায়ে তার বন্ধুকে স্রোতের টানে ভেসে যেতে দেখে জাহাজ থেকে লাফিয়ে বন্ধুকে বাঁচাতে এগিয়ে যায় রকিবুল। কিন্তু স্রোতের টানে কুলিয়ে উঠতে না পেরে নিজেই পানিতে তলিয়ে যায়। অন্যদিকে তার বন্ধু একটি নৌকা ধরে প্রাণে বেঁচে যায়। খবর পেয়ে আমাদের তিনটি টিমের চেষ্টার পরও তার খোঁজ পাওয়া যায়নি৷ শুক্রবার দুপুরে যুবকের লাশটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা আমাদের জানালে আমরা লাশটি উদ্ধার করি৷ পরে সদর থানা পুলিশের উপস্থিতিতে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়৷
- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ফটোগ্রাফি কনটেস্ট 'না’গঞ্জ ফ্রেমিং'
- শনিবার শহরের যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না
- নারায়ণগঞ্জে কাজ করতে পেরে গর্বিত: ডিসি মোস্তাইন বিল্লাহ
- নারায়ণগঞ্জে আরও ১১ জনের করোনা শনাক্ত
- শহিদ এনামুল স্মরণে শ্রমিক সমাবেশ
- মন্ত্রী গাজীর সাথে নারায়ণগঞ্জ বিপিজেএ নেতৃবৃন্দের সাক্ষাত
- বিভিন্ন দাবিতে ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীতে সমাবেশ
- না’গঞ্জে ৩৪৬ ভূমিহীনের হাতে ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী
- ৩ দিন পর শীতলক্ষ্যায় ভেসে উঠল যুবকের লাশ
- নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪
- জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রতিবন্ধী প্রগতি সংস্থার
- শামীম ওসমানের হস্তক্ষেপ চান ব্যবসায়ী মনিরুল
- পল্টন হত্যাকান্ড দিবস উপলক্ষে আলোচনা সভা
- নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ২৪৯ নমুনা সংগ্রহ, আক্রান্ত ১০
- বন্দর ও রূপগঞ্জ থানার ওসি বদলি