রনজিত কুমারের কবিতা থেকে সুরারোপিত অরিন্দমের গান
সোমবার, ৯ মার্চ ২০২০, ১৬:৩০
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস বিজ্ঞপ্তি: গত ৫ মার্চ অরিন্দম পাল ঝিনুকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেল কবি রনজিত কুমারের কবিতা থেকে অরিন্দমের সুরারোপিত গান ‘বিষাদে ছেয়েছে ফুল’-এর মিউজিক ভিডিও।
এর আগে ৭ ফেব্রুয়ারি আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৮বর্ষ পূর্তি ও রনজিত জন্মোৎসবে কবি-প্রাবন্ধিক, লেখক-গবেষক, আবৃত্তিকার, নির্দেশক, সংগঠক ও সংস্কৃতিকর্মী, শ্রুতি সাংস্কৃতিক একাডেমী ও ধাবমান সাহিত্য আন্দোলনের প্রতিষ্ঠাতা রনজিত কুমারের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্যই তার কবিতা থেকে সুরারোপিত ২টি গানের মিউজিক ভিডিও স্ক্রিনিং-এর মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
পরে ৫ মার্চ থেকে একযোগে গানটি মুক্তি পায় সকল এফএম রেডিও স্টেশন ও অনলাইন রেডিওগুলোতেও। এছাড়াও গানটি বাংলাদেশের স্বনামধন্য মিউজিক চ্যানেল গানবাংলাতেও প্রচার করে সেই দিন থেকেই।
গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন এই সময়ের প্রতিভাবান সঙ্গীতশিল্পী ও সুরকার অরিন্দম পাল ঝিনুক এবং সঙ্গীত করেছেন বিজন। মিউজিক ভিডিও’র চিত্রগ্রহন, সম্পাদনা ও পরিচালনা করেছেন আলম আলোক। এরই ধারাবাহিকতায় রনজিত কুমারের কবিতা থেকে অরিন্দমের সুরারোপিত দ্বিতীয় গান ‘পাতার আড়ালে’-এর মিউজিক ভিডিও মুক্তি পাবে আগামী ১৯ মার্চ অরিন্দম পাল ঝিনুকের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকেই। এই গানটিরও সুর ও কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী ও সুরকার অরিন্দম পাল ঝিনুক এবং সঙ্গীত করেছেন বিজন। এই মিউজিক ভিডিও’র চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনা করেছেন মোশারফ রোজ।
শিল্পী জানান, এই গান থেকে অর্জিত সকল অর্থ সুবিধাবঞ্ছিত শিশুদের স্কুল শ্রুতি বিদ্যাপীঠের উন্নয়নে কাজে লাগানো হবে।
- শহীদ মিনারে জাতীয় মূকাভিনয় প্রদর্শনী
- বৃহস্পতিবার শহীদ মিনারে শ্রুতি মূকাভিনয় প্রদর্শনী
- শনিবার শহুরে গায়েনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী
- রনজিত কুমারের কবিতা থেকে সুরারোপিত অরিন্দমের গান
- সাংবাদিক আব্দুর রহিমের ‘ছড়ার রেলগাড়ি’
- কবি আরিফ বুলবুলের প্রথম কবিতার বই ‘কোথায় এত হুইসেল বাজে’
- বইমেলায় যুবদল নেতা খোরশেদের ‘ছড়ায় ছড়ায় বাংলাদেশ’
- বইমেলায় রণজিৎ মোদকের ‘হৃদয়ে বঙ্গবন্ধু’
- আজকাল পুরস্কারের সঙ্গে আনুগত্যের সম্পর্ক জড়িত: সলিমুল্লাহ খান
- শুক্রবার না’গঞ্জ চারুকলা ইনস্টিটিউটের রজত জয়ন্তী
- ২০২০ সালের রনজিত পুরস্কার পেলেন সলিমুল্লাহ খান
- ‘দালির স্বপ্ন বাস্তব ও পরাবাস্তব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- শুক্রবার শহুরে গায়েনের গান-আড্ডা
- শরীফ উদ্দিন সবুজের লেখা গল্পে সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’
- চাষাঢ়ায় শহীদ মিনারে ৩ দিন ব্যাপী নজরুল সম্মেলন শুরু