মহান বিজয় দিবসে ওসমানী পৌর স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে
রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮, ১৫:১৯
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭তম মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ওসমানী পৌর স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল সাড়ে ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন হয়। পরবর্তীতে শান্তির পায়রা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ২য় পর্বে কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, আজ মহান বিজয় দিবস। ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের এই বিজয়। আসন্ন জাতীয় নির্বাচন জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। প্রিয় ছাত্র-ছাত্রীগণ তোমরাই একদিন আমাদের এই দেশের নেতৃত্ব দিবে। তোমাদের স্ব শিক্ষায় শিক্ষিত হতে হবে। পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দেশের উন্নয়নে তোমাদেরকে সরকারের সহায়ক শক্তি হতে হবে ।
অনুষ্ঠানে আরো উপস্থিত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম প্রমুখ।
কুচকাওয়াজ পরিবেশনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জেলা ইউনিট, পুলিশ বাহিনী, জেলা আনসার বিজিপি ,জেলা কারাগার বাহিনী , বিএনসিসি নারায়ণগঞ্জ, সরকারি তোলারাম কলেজ রোভার স্কাউট, গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজ রোভার স্কাউট, আিই.ই.টি সরকারী উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, নিউক্লিয়াস স্কুল, বিবি মরিয়ম বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ রেঞ্জার ইউনিট, ঝালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়, মুসলিম নগর বালিকা, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, গণবিদ্যা নিকেতন স্কুল, এরিবস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়, হরিহর পাড়া উচ্চ বিদ্যালয় , মর্গান গার্লস স্কুল এন্ড কলেজ, পুলিশ বাদক দল।
- আজ অধ্যাপক বুলবুল চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী
- ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে নারায়ণগঞ্জে দিনব্যাপি বিজ্ঞান মেলা
- নারায়ণগঞ্জে মৃত্যু বেড়ে ১৫৫, আক্রান্ত আরও ৬
- সায়াম প্লাজায় মোবাইল ফোনের 'মাল্টি শো রুম' উদ্বোধন
- নারায়ণগঞ্জে আরও ৮ জনের করোনা শনাক্ত
- শীতলক্ষ্যা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ ও বনায়ন প্রকল্পের উদ্বোধন
- নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২
- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ফটোগ্রাফি কনটেস্ট 'না’গঞ্জ ফ্রেমিং'
- শনিবার শহরের যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না
- নারায়ণগঞ্জে কাজ করতে পেরে গর্বিত: ডিসি মোস্তাইন বিল্লাহ
- নারায়ণগঞ্জে আরও ১১ জনের করোনা শনাক্ত
- শহিদ এনামুল স্মরণে শ্রমিক সমাবেশ
- মন্ত্রী গাজীর সাথে নারায়ণগঞ্জ বিপিজেএ নেতৃবৃন্দের সাক্ষাত
- বিভিন্ন দাবিতে ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীতে সমাবেশ
- না’গঞ্জে ৩৪৬ ভূমিহীনের হাতে ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী