বন্দরে ইজারাদার গোলাম হোসেনের আরো দুই চাঁদাবাজ গ্রেফতার
সোমবার, ৫ আগস্ট ২০১৯, ১৯:৩২
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: বন্দরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নামে ভুয়া রশিদ তৈরি করে টোল আদায়ের সময় চাঁদাবাজ চক্রের আরো দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। পূর্বের ন্যায় এই দুই চাঁদাবাজও সিটি কর্পোরেশনের নবীগঞ্জ ঘাটের ইজারাদার গোলাম হোসেনের লোক। তারা গোলাম হোসেনের হয়েই সড়কে চাঁদাবাজি করতো বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
সোমবার (৫ আগস্ট) বিকেলে বন্দরের নবীগঞ্জ বাস স্ট্যান্ড কামাল উদ্দিন মোড় এলাকায় রাস্থায় চলাচলরত পরিবহনে চাঁদাবাজি করার সময় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মো. মনির হোসেন (৪৫) ও মো. সাব্বির হোসেন (১৮)। এই সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩ হাজার ৩১০ টাকা ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।
এর আগে গত ১৪ জুলাই একই স্থানে অভিযান চালিয়ে মো. আসিফ (৩০) এবং মো. সাদ্দাম মিয়া (২৪) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব। এরাও ইজারাদার গোলাম হোসেনের হয়ে অবৈধ টোল আদায়ের নামে চাঁদাবাজি চালাতো বলে জানায় র্যাব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নবীগঞ্জ বাস ষ্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ি প্রতি ৫০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কোন বাস, ট্রাক, সিএনজি ও অটোরিক্সা চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করতো। গ্রেফতারকৃতরা উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।
তিনি আরও বলেন, মো. গোলাম হোসেন নামক স্থানীয় এক ব্যক্তি ২০১৯ সালের মে মাসে সিটি কর্পোরেশন থেকে নবীগঞ্জ বেবী, টেম্পু স্ট্যান্ডের ইজারা নেয়। সিটি কর্পোরেশনের ইজারার তালিকায় নবীগঞ্জ স্ট্যান্ডটি মূলত বেবী, টেম্পু স্ট্যান্ড হিসেবে উল্লেখ আছে। সিটি কর্পোরেশনের উক্ত ইজারায় ১২ নং শর্তে স্পষ্ট উল্লেখ রয়েছে বেবী, টেম্পু, টেক্সী পার্কিং ফি দৈনিক ১৫ টাকা। কিন্তু একটি চাঁদাবাজ চক্র এই ইজারাদারের ছত্রছায়ায় রাস্তায় চলাচলরত বাস, মাইক্রো ও কাভার্ড ভ্যান থামিয়ে জোরপূর্বক ভয়ভীতি এমনকি মারধর করে ৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে আসছিল যা স্থানীয় মিডিয়ায় একাধিকবার প্রকাশিত হয়েছে। চাঁদাবাজি সংক্রান্তে অভিযোগের সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিযান চালিয়ে হাতে নাতে মনির হোসেন ও সাব্বির হোসেন নামের দুই চাঁদাবাজকে গ্রেফতার করি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
- বন্দরে তিন দোকানীকে জরিমানা
- বন্দরে ১৯নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ
- ফতুল্লায় শ্রীলঙ্কান নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
- রূপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১
- বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত
- বন্দরে ২৫নং ওয়ার্ডে ভাতা বহি বিতরণ
- রূপগঞ্জে লাইফ এইড হাসপাতালে পল্লী চিকিৎসক সমাবেশ
- ফতুল্লায় দুই ফার্মেসিকে জরিমানা
- সোনারগাঁয়ে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ
- রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় গ্রেফতার ২
- কাফনের কাপড় পাঠিয়ে কাঞ্চনের প্যানেল মেয়রকে হত্যার হুমকি
- আড়াইহাজারে দুই ইটভাটাকে জরিমানা ৭ লাখ
- র্যাবের অভিযানে ৩ চাঁদাবাজ গ্রেফতার
- সিদ্ধিরগঞ্জে ডাচ-বাংলা ব্যাংকে আগুন, আহত ৩
- বন্দরে বরযাত্রায় হামলার অভিযোগে গ্রেফতার ৪