প্রকৃত সাংবাদিক মাথা নত করে না: অ্যাড. মাসুম
বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০, ১৬:০২
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম বলেছেন, ‘যারা প্রকৃত সাংবাদিক তারা কিন্তু কখনও কারো কাছে মাথা নত করতে শেখেনি এবং করবেও না। আমাদের সম্পর্কে অনেকের অনেক ধারণা রয়েছে। সাংবাদিকতা করবার জন্য সরকারের কিছু নীতিমালা করা দরকার। নাহলে দেখা যায়, পানের দোকানদাররাও আজকাল পত্রিকার সম্পাদক হয়ে গিয়েছে। ভালো সাংবাদিকরা কিন্তু এসব কাজ করে না। কারণ তারা একজন সংবাদকর্মী হিসেবে যে নীতি-নৈতিকতা রয়েছে, সেই নৈতিকতায় বিশ্বাস রাখে। মানুষে চরিত্র নিয়ে তারা খেলা করে না।’
সোমবার (৩০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ষষ্ঠ তলা ও লিফট উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই সাংবাদিক নেতা আরও বলেন, ‘আমরা একটি শান্তিময় নারায়ণগঞ্জ চাই। নারায়ণগঞ্জ শান্তিময় ও সন্ত্রাসমুক্ত করবার জন্য আপনারা যারা আছেন তাদের সবার দায়িত্ব নিতে হবে। আমরা লিখলে জনপ্রতিনিধিরা ক্ষুব্দ হয়ে যান। আমাদের প্রতি ক্ষুব্দ না হয়ে যারা লিখছে সে লিখার পিছনে কে বা কারা ইন্ধন দিচ্ছে সেটা বের করুন। এমন কোনো কোনো সাংবাদিক ভাই আছে, যাদের দিয়ে হয়ত এসব করানো হচ্ছে। সন্ত্রাসমুক্ত নগরী গড়তে যে দায়িত্ব আমাদের আছে তা পালন করবো। এখান থেকে পিছপা হবো না।’
মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘আজকের প্রেস ক্লাব অনেক মানুষের অবদানের ফসল। যে মানুষটি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার শিকার হয়েছিলেন হানিফ খান। আমরা তাঁর উত্তরসূরি। প্রয়োজনে দেহ মাটির সাথে মিশে যাবে, কিন্তু মাথা নত করতে আমরা রাজি না। আমি জানি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কোন সাংবাদিক মাথা নত করতে জানে না।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. মাসুদুজ্জামান, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ, হাবিবুর রহমান বাদল, আইয়ুব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপ নেতা আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলসহ বিভিন্ন সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ। প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় সিনামন রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি গণমাধ্যম কর্মীদের
- চিন্তা করে ভোট দেয়ার আহবান জানালেন ডিসি
- নারায়ণগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন
- নারায়ণগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত
- শামীম ওসমান না’গঞ্জের মাটি ও মানুষের নেতা
- ন্যাপ নেতা শামসুল হক স্মরণে সভা
- ‘মসজিদ কমিটির মামলা ও সংবাদ সম্মেলনের তথ্য বিভ্রান্তিকর’
- পজেটিভ নারায়ণগঞ্জ করতে চাই: জেলা পরিষদে ডিসি
- মডেল মসজিদ প্রকল্প বাধাগ্রস্ত করতে মিথ্যাচার: আইভী
- নাসিক ১৫নং ওয়ার্ডে খেলার মাঠ ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন
- করোনার টিকা নিলেন কাউন্সিলর বিন্নি
- অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের যোগদান
- ৪ নৌ-শ্রমিককে গলা কেটে হত্যা: ২ জনের ফাঁসি, ৯ জনের যাবজ্জীবন
- ত্বকী হত্যার বিচারে প্রধানমন্ত্রীর নির্দেশনা চান ২৩ বিশিষ্টজন
- ২৮ ফেব্রুয়ারি সংবাদচর্চার সম্পাদক মুন্না খানের জন্মদিন