পুলিশের অভিযান নিয়ে আজমেরী ওসমানের ফেসবুক স্ট্যাটাস
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:২০
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের বাসা ও অফিসে ব্লক রেইড দিয়েছে পুলিশ৷ এ সময় আজমেরী ওসমানের সহযোগী হিসেবে পরিচিত দুইজনকে আটকও করা হয়৷ এদিকে পুলিশের এই ব্লক রেইডের বিষয়ে আত্নপক্ষ সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নামে একটি পেজে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন আজমেরী ওসমান৷
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে পোস্ট করা ওই স্ট্যাটাসে তার বিরুদ্ধে একটি কুচক্রীমহল অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন৷
স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে, ‘নারায়নগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে চারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম নাসিম ওসমান ছিলেন গণমানুষের নেতা। গরীব, দুঃখী ও মেহনতি মানুষের প্রাণ। এরই ধারাবাহিকতায় পিতার আদর্শকে ধারন করে দুঃস্থ, অসহায় সর্বসাধারণের পাশে থেকে কাজ করে যাচ্ছে তারই একমাত্র পুত্র আজমেরী ওসমান। সেই সুবাদে সরাসরি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত না হলেও সমাজ সেবামূলক বিভিন্ন কাজে অাপামর জনতার ভালবাসায় সুনাম ও জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি একটি মহল এ সুনাম ক্ষুন্ন করার লক্ষে অপপ্রচার চালাচ্ছে। যা সম্পূর্ণ ভিত্তিহীণ।’
ওই স্ট্যাটাসে আরো বলা হয়, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমানের ফ্ল্যাটে ব্লক রেইড চালিয়েছে পুলিশ । এ সময় আজমেরী ওসমানের দুই সহযোগীকে আটক করা হয়েছে। এমন তথ্যে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য বলা হচ্ছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। প্রকৃতপক্ষে পুলিশ তাদের কাজের স্বার্থে কাজ করছে। এতে সাধুবাদ জানানো আমাদের কর্তব্য। কিন্তু যতদূর জানা গিয়েছে যাদেরকে আজমেরী ওসমানের সহযোগী বলা হচ্ছে তারা আসলে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজের জেলা শাখার নেতৃত্ব দেয়। তাদের যে বিষয়ে অভিযুক্ত করা হয়েছে, সে বিষয়ে আজমেরী ওসমান অবগত নয়। কারণ আজমেরী ওসমান কখনো কোন মাদক কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। যারাই এ ধরণের কাজ করেছেন তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে। অতীতে এগুলো সকলেই দেখেছেন ও বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক ভাইয়েরা প্রকাশ করেছেন। তাই একটি কুচক্রীমহল যে অপপ্রচার করছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এসব কর্মকান্ড কেউ করলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।’
প্রসঙ্গত, আমলাপাড়ার বাসিন্দা বাচ্চুর বাড়িতে হামলা ও ভাঙচুর ঘটনায় প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের বাসা ও অফিসে ব্লক রেইড দিয়েছে পুলিশ৷ এই ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলেন জেলা ছাত্রসমাজের আহবায়ক মো. শাহাদাৎ হোসেন রুপু (৩২) ও গলাচিপার ডিএন রোডের মোখলেসুর রহমান (৩৫)।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় শহরের আল্লামা ইকবাল রোডের আজমেরী ওসমানের বাসা ও অফিস দেওয়ান মঞ্জিলে রেইড দেয় জেলা গোয়েন্দা (ডিবি), ফতুল্লা মডেল থানা ও সদর মডেল থানার একাধিক টিম৷
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া উইংয়ের কর্মকর্তা (ডিআইও-২) সাজ্জাদ রোমন প্রেস নারায়ণগঞ্জকে বলেন, ‘আমলাপাড়ার বাসিন্দা বাচ্চুর বাড়িতে হামলা ও ভাঙচুর ঘটনায় আজমেরী ওসমানের দুই সহযোগীকে আটক করা হয়েছে৷ অভিযানে আজমেরী ওসমানকে পাওয়া যায়নি৷’
- শাকিব খানের সঙ্গে নারায়ণগঞ্জের স্কুলে পড়েছিলেন মেসি!
- ‘মাইরের উপর ঔষধ নাই’ ফেসবুকে বন্দর ইউএনও’র স্ট্যাটাস
- বিজয় দিবসে নারায়ণগঞ্জস্থানের শ্রদ্ধা
- বিজয়স্তম্ভে গার্লস অব নারায়ণগঞ্জের পুষ্পস্তবক অর্পন
- কাউন্সিলর ডিশ বাবুর ছেলের স্পর্ধা!
- নারায়ণগঞ্জস্থান গ্রুপের বিরুদ্ধে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির অভিযোগ
- সমাজে আলোকবর্তিকার মশাল হোক ‘আলোকিত কাশীপুর’
- নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন অয়ন ওসমান
- পুলিশের অভিযান নিয়ে আজমেরী ওসমানের ফেসবুক স্ট্যাটাস
- আ.লীগ নেতা জিএম আরাফাতের ফেসবুক আইডি হ্যাকড
- হালিম আজাদকে নিয়ে ফেসবুকে যা লিখলেন অয়ন ওসমান
- বন্ধ হয়ে গেছে জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘নারায়ণগঞ্জস্থান’
- আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, ফেসবুকে কাউন্সিলর খোরশেদ
- বিদায়ী সদর ইউএনও’র ক্ষোভের মিশেলে আবেগঘন স্ট্যাটাস
- শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ‘মানবতার দেয়াল নারায়ণগঞ্জ’ এর আহবান