নিম্ন আদালত সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত: তৈমূর
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৩
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় বিস্ময় প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তৈমূল আলম বলেন, ‘কোন প্রকার তদন্ত ছাড়া এ ধরণের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করার পেছনে রয়েছে সরকারের অযাচিত প্রভাব। বিচার বিভাগ বিশেষ করে নিম্ন আদালত এখন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় ফলে দ: বি: ৫০০/৫০১ ধারায় মামলায় এ্যাপিলেট ডিভিশন জামিন দিলেও ব্যারিষ্টার মঈনুল হোসেনের জামিন বাতিল হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে আনিত এই মামলাও সরকার কর্তৃক প্রভান্বিত হয়ে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।’
তিনি আরও বলেন, ‘আদালতকে দলীয়করণ করার কারণেই কিছু ব্যক্তি শুধুমাত্র পত্রিকায় নাম প্রচারের উদ্দেশ্যে এ ধরনের মামলায় বাদী হওয়া ছাড়াও কিছু চমক সৃষ্টি করার জন্য এ ধরণে মামলা রুজু হচ্ছে যার সংস্কৃতি ইতোপূর্বে ছিল না, যা বর্তমান সরকার আমলে চালু হয়েছে।’
তৈমূর আলম বলেন, ‘সরকারের একমাত্র চোখের কাটা জিয়া পরিবার। তারেক রহমান জিয়া পরিবার তথা বিএনপির বাতিঘর। এ বাতি ঘরটি নিভিয়ে ফেলার সকল প্রচেষ্টার মধ্যে এ ধরনের মামলাও একটি অপচেষ্টা মাত্র যা সময়ের ব্যবধানে জনতার রোষে তাসের ঘরের মতো উড়ে যাবে, ইনশাআল্লাহ।’
- সদর উপজেলার ইউপি নির্বাচন: ইলেকশন নাকি সিলেকশন
- 'কিভাবে আ'লীগ নেতারা বহিরাগত' খোকন সাহার প্রশ্ন
- আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে: অ্যাড. সাখাওয়াত
- দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ
- মোহসীন-মাহবুব প্যানেলের জন্য ভোট চাইলেন সেলিম ওসমান
- আমার মঞ্চে সব দলের মানুষ আসে: সেলিম ওসমান
- আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া
- কোকোর মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া
- সাংবাদিকদের সহযোগিতা চায় বিএনপি’র আইনজীবিরা
- অবশেষে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে রাজীব
- আদালতপাড়ায় আ'লীগ নেতৃবৃন্দ, উজ্জীবিত মোহসীন-মাহাবুব পরিষদ
- 'বঙ্গবন্ধু কন্যা একজন মমতাময়ী মা' আড়াইহাজারে গাজীপুরের মেয়র
- জিহাদী ও কাঁচপুরীর নেতৃত্বে ইসলামী আন্দোলনের জেলা কমিটি
- গোলাম সারোয়ার জীবদ্দশায় মানবসেবা করে গেছেন: এম এ রশিদ
- রূপগঞ্জে দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার