নারায়ণগঞ্জে করোনায় আরও এক ব্যক্তির মৃত্যু
শনিবার, ৪ এপ্রিল ২০২০, ২৩:৩৭
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ শনিবার ৪ এপ্রিল সকাল ৯টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷
নিহতের নাম আবু সাইদ মাতবর৷ তার বয়স ৫৫ বছর৷ তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুচিন্তানগর এলাকার বাসিন্দা৷
মৃতের ছেলে মেহেদী হাসান রবিন বলেন, গত দুই দিন যাবৎ আব্বুর শ্বাসকষ্ট ও কাশি ছিল৷ ঢাকার প্রথমে তাকে ঢাকার মিডফোর্ডে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ পরে সেখান থেকে কুর্মিটোলি নিয়ে যাবার কথা বলে৷ শুক্রবার সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করি৷ শনিবার সকাল ৯টায় বাবা মারা যান৷ পরে আইইডিসিআর থেকে লোকজন এসে পরীক্ষা করে করোনার কথা জানায়৷
মেহেদী হাসান জানান, তার বাবার ডেথ সার্টিফিকেটেও করোনায় মৃত্যুর কথা উল্লেখ রয়েছে৷ লাশ আইইডিসিআরের লোকজনের তত্ত্বাবধানে ঢাকার খিলগাওয়ে দাফন করা হয়৷
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, আইইডিসিআর থেকে এ বিষয়ে এখনও কোনো তথ্য জানানো হয়নি৷ তবে এলাকাবাসীর মাধ্যমে তিনি একথা জেনেছেন৷
জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, আমরাও ডেথ সার্টিফিকেটের একটা কপি ফেসবুকের মাধ্যমে পেয়েছি৷ এলাকাবাসীও জানিয়েছেন৷ আমরা ওই এলাকায় মেডিকেল টিম নিয়ে যাচ্ছি৷ বিস্তারিত পরে জানাতে পারবো৷
উল্লেখ্য এর আগে গত ৩০ মার্চ করোনা উপসর্গ নিয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রসুলবাগের পুতুল (৫০) নামের এক নারী। এরপর গত ২ এপ্রিল তার নমুনা পরীক্ষায় করোনা আক্রান্তের বিষয়টি শনাক্ত হয়।
- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ফটোগ্রাফি কনটেস্ট 'না’গঞ্জ ফ্রেমিং'
- শনিবার শহরের যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না
- নারায়ণগঞ্জে কাজ করতে পেরে গর্বিত: ডিসি মোস্তাইন বিল্লাহ
- নারায়ণগঞ্জে আরও ১১ জনের করোনা শনাক্ত
- শহিদ এনামুল স্মরণে শ্রমিক সমাবেশ
- মন্ত্রী গাজীর সাথে নারায়ণগঞ্জ বিপিজেএ নেতৃবৃন্দের সাক্ষাত
- বিভিন্ন দাবিতে ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীতে সমাবেশ
- না’গঞ্জে ৩৪৬ ভূমিহীনের হাতে ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী
- ৩ দিন পর শীতলক্ষ্যায় ভেসে উঠল যুবকের লাশ
- নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪
- জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রতিবন্ধী প্রগতি সংস্থার
- শামীম ওসমানের হস্তক্ষেপ চান ব্যবসায়ী মনিরুল
- পল্টন হত্যাকান্ড দিবস উপলক্ষে আলোচনা সভা
- নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ২৪৯ নমুনা সংগ্রহ, আক্রান্ত ১০
- বন্দর ও রূপগঞ্জ থানার ওসি বদলি