তথ্য প্রযুক্তি আইনের মামলায় ডিশ বাবুর ছেলে রিয়েন গ্রেফতার
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯, ২২:৪৮
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারয়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবুর ছেলে রিয়েনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ৷
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে সদর মডেল থানায় একটি মামলা করেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম৷
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান৷ তিনি জানান, রাত ১০টার দিকে পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷ তার বিরুদ্ধে প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছেন৷
গতকাল সোমবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুমকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করে তাকে নারায়ণগঞ্জ থেকে তাড়ানোর হুমকি দেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের বিতর্কিত কাউন্সিলর আব্দুল করিম বাবুর ছেলে রিয়েন।
কাউন্সিলর বাবুর ওরফে ডিশ বাবুর ছেলে রিয়েন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এড. মাসুমকে হুমকি দিয়ে একটি লেখা পোস্ট করে। এমআরকে রিয়েন নামে তার ফেসবুক একাউন্ট থেকে এ পোস্ট দেয়া হয়।
ওই পোস্টে রিয়েন লিখেছে, ‘সভাপতি এড. মাসুম তুই রাজাকারের সন্তান। তুই জনতা ব্যাংকের কোটি কোটি টাকা মারসোত বাংলা সিমেন্ট নামে। তোর মতো বাটপার প্রেস ক্লাবের সভাপতি কেমনে হয়। আমরা কিন্তু নারায়ণগঞ্জ এর সন্তান তোদের মত দালালদের নারায়ণগঞ্জ ছাড়া করা উচিত। তোদের মত লোকেরা আমাদের সুন্দর নারায়ণগঞ্জকে নষ্ট করতেছস। একজন জনপ্রিয় কাউন্সিল আব্দুল করিম বাবু এর নামে কথা বলার আগে ভাবা উচিত ছিলো সে যদি রাস্তায় নামে ৫০ হাজার লোক সাথে নিয়ে নামবে। পালানোর সুযোগ পাবি না। আমাদের শক্তি আমাদের সৎ সাহস।
এ সময় অশ্লীল ভাষার একটি শব্দও উল্লেখ করা হয় ওই পোস্টে। তার এই স্ট্যাটাসে সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করেন৷
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর ডিসি অফিসে আইন-শৃঙ্খলা কমিটির সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম আদর্শ বালিকা বিদ্যালয়ের সভাপতি বিতর্কিত কাউন্সিলর আব্দুল করিম বাবু কীভাবে হয় সে বিষয়ে উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, ‘সবসময় দেখে এসেছি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি হতেন ডিসি। কিন্তু কোনো এক অদৃশ্য সুতার টানে সেখানকার সভাপতি এখন ডিশ বাবু। তার মতো একজন জেলখাটা মানুষ, অপরাধী কীভাবে সেখানকার সভাপতি হয়? আমরা এর অবসান চাই।’
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, ‘বিষয়টি আমরা দেখবো। এর পেছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখা হবে।’
- দেওভোগ রামসীতা বিগ্রহ মন্দিরে কম্বল বিতরণ
- বক্তাবলীর বধ্যভূমিতে ১৩৯ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ডিসি
- ১১০ কেজি জাটকা জব্দ, জরিমানা ১৫ হাজার
- নারায়ণগঞ্জে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০
- কুনতং অ্যাপারেলস চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- সোনারগাঁকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: ডিসি মোস্তাইন
- কল্যাণ সভায় পুরস্কৃত সেরা পুলিশ কর্মকর্তারা
- পুরো বঙ্গবন্ধু সড়ক হকারমুক্ত করার দাবি
- তিন ওয়ার্ডে নাসিকের শীতবস্ত্র বিতরণে বিভা
- আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী যারা
- নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ২২৮ নমুনা সংগ্রহ, আক্রান্ত ৮
- 'আপোস করবো না' সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ডিসি
- সাংবাদিক সালামের রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ বিপিজেএ
- 'মৃত স্কুলছাত্রী' জিসার বিচারবিভাগীয় তদন্তের শুনানি শুরু
- নগরীতে কুনতং অ্যাপারেলসের শ্রমিকদের সমাবেশ