ঢাকা বিভাগের সেরা জয়িতা নারায়ণগঞ্জের জেবউননেছা
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১, ২১:১০
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: ঢাকা বিভাগের সেরা জয়িতা হয়েছেন নারায়ণগঞ্জের মেধাবী কন্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবউননেছা। ঢাকা বিভাগের ১৩ জেলার মধ্যে শিক্ষা ও চাকুরি ক্যাটাগরিতে এ সম্মাননা পান জাবির লোকপ্রশাসন বিভাগের সাবেক এই চেয়ারম্যান।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিভাগের ৫ জন জয়িতাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফজিলাতুন নেছা ইন্দিরা। ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে রাজধানীর শিল্পকলা একাডেমী আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি তাঁর এ সম্মাননা গর্ভধারীনি মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেন। অনুষ্ঠানে তাঁর জীবনের উপর নির্মিত একটি ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়।
ড. জেবউননেছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে বিএসএস (সম্মান), এমএসএস এবং এমফিল ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে তিনি ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি নেন। বর্তমানে তিনি মালেয়শিয়ার পার্লিস বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করছেন। ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত প্রথম নারী হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ১৩টি গ্রন্থের লেখক। মুক্তিযুদ্ধ ও শিক্ষা গবেষণায় ১২টি সম্মাননা অর্জন করেছেন।
ড. জেবউননেছা জাতীয় দৈনিকগুলোকে প্রায় ২১ বছর ধরে কলাম লিখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন থেকে বেগম রোকেয়া স্বর্ণপদক অর্জন করেন। ড. জেবউননেছা নারায়ণগঞ্জের প্রখ্যাত কবি ও নাট্যকার মুহাম্মদ জালাল উদ্দিন নলুয়া এবং লুৎফা জালালের একমাত্র কন্যা।
- 'দেশসেরা' তোলারাম কলেজ ছাত্রীকে পুরস্কৃত করলেন শিক্ষামন্ত্রী
- রচনা লিখে দেশসেরা তোলারাম কলেজের ছাত্রী
- ঢাকা বিভাগের সেরা জয়িতা নারায়ণগঞ্জের জেবউননেছা
- স্বাধীনতা পুরস্কার পেলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী
- নারায়ণগঞ্জে নির্মিত হচ্ছে ১১১ তলা বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার
- একুশে পদক পেলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান সুফী মিজানুর রহমান
- আইজিপি ব্যাজ পেলেন নারায়ণগঞ্জের ৪ কৃতি সন্তান
- ক্র্যাবের সহসভাপতি মোরছালীন বাবলা
- প্রথম আলোর বর্ষসেরা আলোকচিত্রী দিনার মাহমুদ
- শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি আসিফকে
- মানবাধিকার কমিশনের ‘সদর দপ্তর বিশেষ প্রতিনিধি’ না.গঞ্জের রুমি
- ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের তাহমিনা
- হোসেন জামালের নামে ঢাবিতে ট্রাস্ট ফান্ড গঠন
- প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল নারায়ণগঞ্জের সুদিন
- বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা পেলো সোনারগাঁ