ঢাকা জোনে ফুটবল-ক্রিকেটে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজ
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯, ১৯:৫৬
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকা জোনে নারায়ণগঞ্জ কলেজ ছেলেদের গ্রুপে ফুটবল ও ক্রিকেটে এবং মেয়েদের গ্রুপে ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ খেলা অনুষ্ঠিত হয়।
বিকেলে ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবলে জোন ফাইনালে হারিসের হ্যাট্রিকে নারায়ণগঞ্জ কলেজ ৫-০ গোলে মুন্সিগঞ্জ মীরকাদিম কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নারায়ণগঞ্জ কলেজের পক্ষে হারিস তিনটি ছাড়াও লিমন, শাহরিয়ার একটি করে গোল করে।
এর আগে দুপুরে একই মাঠে মেয়েদের ফুটবলে উত্তেজনাপূর্ণ খেলায় নারায়ণগঞ্জ কলেজ ট্রাইব্রেকারে ৩-২ গোলে সাভার সরকারি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে গোলশূণ্যভাবে শেষ হয়। অতিরিক্ত সময়ে কোন গোল না হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়।
অন্যদিকে সকালে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে ছেলেদের ক্রিকেটে ফাইনালে নারায়ণগঞ্জ কলেজ ৬ উইকেটে সাভার কমার্স ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সাভার কমার্স ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট কলেজ সব উইকেট হারিয়ে ৯৭ রান করে। জবাবে নারায়ণগঞ্জ কলেজ ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০১ রান করে চ্যাম্পিয়ন হয়। নারায়ণগঞ্জ কলেজের জান্নাত সর্বোচ্চ ৫৬ রান সংগ্রহ করে।
নারায়ণগঞ্জ কলেজের ফুটবল দলের কোচ হিসেবে বিদ্যুৎ, সহকারী কোচ লিখন ও ক্রিকেট দলের কোচ হিসেবে মাকসুদ উল আলম দায়িত্ব পালন করেন। টিম ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন কলেজের শিক্ষক শরীফ মোহাম্মদ আরিফ মিহির।
নারায়ণগঞ্জ কলেজের এ সাফল্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি একেএম সেলিম ওসমান বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।
- ক্রীড়ায় বিভাগীয় পর্যায়ে অপ্রতিরোধ্য নারায়ণগঞ্জ কলেজ
- আদমজী একটিভ হাইস্কুলের ক্লাস পার্টি
- ঢাকা জোনে ফুটবল-ক্রিকেটে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজ
- ৩২১ শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির ৫ লাখ ৭৭ হাজার টাকা প্রদান
- নারায়ণগঞ্জ হাই স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত
- প্রথম দিনের পিইসি পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৯৮৭ শিক্ষার্থী
- বন্দরে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
- শুধু এ প্লাস নয়, মানুষ হতে হবে: নাহিদা বারিক
- শিশুদের উজ্জল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার: সানি
- ফতুল্লায় সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
- সোনারগাঁয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
- আড়াইহাজারে সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
- আমিরাবাদ সরকারি স্কুলের পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- বন্দরে পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা