ডিগবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আমলাপাড়া মেগা ফাইটার
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৯
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: বাগে জান্নাত ডিগবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আমলাপাড়া মেগা ফাইটার। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে শহরের চাষাঢ়ায় শিশুকল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুলের খেলার মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আমলাপাড়া মেগা ফাইটার বনাম খানপুর সমাজল্যাণ সংস্থার মধ্যকার ফাইনালে নির্ধারিত সময় গোলশূণ্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়ের খেলাও ছিল গোলশূণ্য ড্র। পরে ট্রাইবেকারের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হয়। ট্রাইব্রেকারে আমলাপাড়া মেগা ফাইটারের কাছে হার মানে খানপুর সমাজল্যাণ সংস্থার খেলোয়াররা। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আমলাপাড়া মেগা ফাইটার।
বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি হারুনুর রশিদ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু।
আরও উপস্থিত ছিলেন, চাষাঢ়া পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক এবং বাগে জান্নাত জামে মসজিদ ও মাদরাসা কার্যকরী কমিটির সহসভাপতি (দায়িত্বপ্রাপ্ত) আবুল হোসেন কামরান, মিশনপাড়া পঞ্চায়েতের যুগ্ম মহাসচিব জাহিদ আহমদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও জেলা দোকান মালিক সমিতির সেক্রেটারী আরিফ দিপু, আমলাপাড়া কেবিসাহা বাইলেন পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক হানিফ সরদার, শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
- মাস্টার্স ক্রিকেটের ২য় আসরে চ্যাম্পিয়ন সেঞ্চুরি সোল
- পোলস্টার ক্লাব মাঠে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- মোনেম মুন্না অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত
- কাবাডিতে মধুমতি জোনে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ
- ডিগবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আমলাপাড়া মেগা ফাইটার
- আরজিয়ান ওসমান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিরাজউদ্দৌলা ক্লাব
- নারায়ণগঞ্জে শুরু হলো গ্রাসরুট ফুটবল ফেস্টিভাল
- আরজিয়ান ওসমান ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল বুধবার
- শুরু হলো মাস্টার্স ক্রিকেট অব নারায়ণগঞ্জ
- শুরু হচ্ছে মাস্টার্স ক্রিকেট অব নারায়ণগঞ্জ
- নারায়ণগঞ্জে প্রিমিয়ার ডিভিশনে ক্লাব বদলেছে ৫৩ ক্রিকেটার
- ৫ লাখ ১০ হাজার টাকায় বিক্রি মোনেম মুন্নার দুই জার্সি
- দুশ্চিন্তা ও আতঙ্কে দিন কাটছে না’গঞ্জের ক্রীড়াবিদদের
- শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে টার্ফ উইকেটের উদ্বোধন