টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছে বন্দরের রাসেল
শনিবার, ১৫ জুন ২০১৯, ১৩:৩৯
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছে বন্দরের রাসেল মাহমুদ (৩৬) নামে এক যুবক। পুলিশের দাবি ইয়াবার চালান নিতে সে টেকনাফে এসেছিল। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৫ হাজার পিস ইয়াবা, ৫ রাউন্ড তাজা কার্তুজ ও ৯ রাউন্ড খালি খোসা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুন) দিনগত রাত দেড়টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগাকাটা পাহাড়ের পাশে এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত রাসেল মাহমুদ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার উত্তর লক্ষনঘোনা এলাকার ফয়েজ আহমদের ছেলে। ইয়াবার চালান নিতেই রাসেল টেকনাফ এসেছিলেন বলে জানিয়েছেন ওসি।
ওসি প্রদীপ কুমার দাশ জানান, শীর্ষ মাদক কারবারি হোয়াইক্যং ইউনিয়নের দৈংগাকাটা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আমীর হামজাকে ধরতে শুক্রবার রাত ১২টার দিকে অভিযান চালায় পুলিশ। ওই এলাকার উজাইঅং চাকমার পাহাড়ের পাশে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী দুষ্কৃতকারীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পুলিশের এসআই বেরাহান, কনস্টেবল হাবিব, সজীব এবং তুহিন গুলিবিদ্ধ হন।
পরে দুষ্কৃতকারীরা গুলি করতে করতে পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসির ধারণা, নিহত রাসেল টেকনাফের ইয়াবা ব্যবসায়ী আমির হামজার কাছ থেকে ইয়াবা কিনে চালানটি নারায়ণগঞ্জ নিতে টেকনাফে আসেন। সিডিএমএস পর্যালোচনা করে।
বন্দর থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম জানান, নিহত রাসেল মাহমুদের বিরুদ্ধে বন্দর থানায় ২টি মাদক মামলা আছে।
ময়নাতদন্তের জন্য রাসেলের মরদেহ কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় পৃথক আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।
- বন্দরে ঘাস কাটায় কৃষককে কুপিয়ে জখম
- আড়াইহাজারে ইয়াবা উদ্ধার, আটক ১
- চলন্ত বাস থেকে পড়ে মা-ছেলের মৃত্যুতে চালকের বিরুদ্ধে মামলা
- সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর ডাক্তার পরিচয়ে চিকিৎসা সেবা দিতেন তিনি
- ফতুল্লায় আগুনে পুড়লো ৫০ ঘর, আহত ১০
- সিদ্ধিরগঞ্জে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
- গণধর্ষণের দায় স্বীকার করে ছয় আসামির জবানবন্দি
- বন্দরে আরও দুই ইটভাটাকে জরিমানা সাড়ে তিন লাখ
- সিদ্ধিরগঞ্জে ৩ রেস্তোরাকে জরিমানা
- শিশু ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার
- আড়াইহাজারে চলন্ত বাস থেকে পড়ে মা ও সন্তানের মৃত্যু
- সিদ্ধিরগঞ্জে ২৯ ড্রাম চোরাই তেলসহ গ্রেফতার ১
- বন্দরে মানবাধিকার দিবসে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- ফতুল্লা প্রেস ক্লাবে মানবাধিকার দিবস পালন
- নাসিক ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বহি বিতরণ