টানবাজারে ৩৮৫ পরিবারের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান
সোমবার, ১৮ মে ২০২০, ২১:৩৩
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহার সার্বিক সহযোগিতায় এবং নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সার্বিক তত্বাবধায়নে ৩৮৫ পরিবারের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে ।
সোমবার (১৮মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় ৩৬০টি পরিবারের মাঝে ৮কেজি করে চাল ও ২৫টি পরিবারের মাঝে ৮ কেজি চালের সমপরিমাণ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, সাবেক প্রচার সম্পাদক হিমাদ্রী সাহা হিমু, মহানগর শাখার সভাপতি অরুণ কুমার দাস, জেলা পূজা পরিষদ নেতা সুশীল দাস, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর থানার সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা তপন গোপ সাধু, তপন ঘোষ, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আচার্য্য, গৌতম সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সৈরাগী সুমন, সাধারন সম্পাদক ভজন দাস প্রমুখ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন বলেন, করোনা পরিস্থিতি কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র পরিবার গুলো অসহায়ত্ব জীবনযাপন করছে । এসকল অসহায় পরিবার গুলোর পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি বাবু সরোজ কুমার সাহা । লকডাউন শুরু থেকে আজও পর্যন্ত তারা কার্যক্রম অব্যাহত রয়েছেন । আমরা আশা করি আগামী দিনগুলোতেও তিনি আমাদের পাশে থাকবেন। আমরা নারায়ণগঞ্জ জেলা পূজা পরিষদ পক্ষে থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
- শীতার্তদের মাঝে কেএসএফবি’র শীতবস্ত্র বিতরণ
- পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ
- হরিহর পাড়া স্কুলের এসএসসি-৯৩ ব্যাচের পুনর্মিলনী
- ছিন্নমূলদের পাশে শীতবস্ত্র নিয়ে পথশিশু ফাউন্ডেশন
- ইসলামী আন্দোলনের সম্মেলন, নতুন কমিটি ঘোষণা
- খেলোয়াড়দের মাঝে ট্রাক স্যুট বিতরণ
- কালেরকন্ঠ শুভসংঘের কম্বল পেল ৫০০ শীতার্ত
- নারায়ণগঞ্জ বন্ধুসভার নতুন কমিটি
- নারায়ণগঞ্জ বন্ধুসভার নতুন কমিটি
- মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে বিএইচআরসি’র মহানগর কমিটি
- নারায়ণগঞ্জে বিডি ক্লিনের ৯৪তম ইভেন্ট সম্পন্ন
- ইশা ছাত্র আন্দোলন ফতুল্লা থানা শাখার কর্মীসভা
- প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি অর্ধেক করার দাবি
- মুক্তিযোদ্ধা ছাত্তার মরণ স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা
- নিতাইগঞ্জে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ