কালেরকন্ঠ শুভসংঘের কম্বল পেল ৫০০ শীতার্ত
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১, ২১:০৮
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: কালের কণ্ঠ শুভসংঘ নারায়ণগঞ্জের আয়োজনে ৫শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে ফতুল্লার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বার্হী অফিসার নাহিদা বারিক। বিশেষ অতিথি ছিলেন এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, নাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রতন, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন, হরিহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম, ইউপি সদস্য সালাউদ্দিন আহমেদ, কামরুল ইসলাম, নেছার উদ্দিন, কালের কণ্ঠর নারায়ণগঞ্জ প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল।
কম্বল পেয়ে ৮০ বছর বয়সী বৃদ্ধ গৌরাঙ্গ মন্ডল বলেন, মনে করছিলাম শীত গ্যাছেগা। কিন্তু দুদিন ধইরা ভাল ঠান্ডাই পড়ছে। এই ঠান্ডার মধ্যে কম্বলটা পাইয়া উপকার হইল। মনের আশা পূরণ হওয়ায় বেজায় খুশী আমি। কম্বলের মান খুবই ভাল।
ইউএনও নাহিদা বারিক বলেন, শুভ কাজে সবার পাশে কালের কণ্ঠ শুভসংঘের এই স্লোগানটি আমার খুবই প্রিয়। দেশের বৃহত্তম এই সামাজিক সংগঠনটি কথার সাথে কাজেরও মিল রেখে চলেছে। শুভসংঘের অনেকগুলি শুভকাজের সাথে আমিও অংশগ্রহণ করেছি। সর্বশেষ দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ তারই আরেকটি অনন্য উদাহরণ। কম্বলের গুণগত মানের প্রশংসা করে তিনি বলেন, প্রচারের জন্য নয় কিংবা দেখানোর জন্য নয়। শুভসংঘ মনের টান থেকেই মানুষের পাশে দাঁড়িয়ে আসছে পূর্ব থেকেই। এভাবে চললে ভবিষ্যতে সংগঠনটি আরও বহুদূর এগিয়ে যাবে।
শুভসংঘ নারায়ণগঞ্জের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভসংঘের সহ সভাপতি প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র দাস, সামছুল হুদা আল মামুন, সাইফুদ্দিন আহমেদ পিন্টু, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কোষাধ্যক্ষ সুমন চন্দ্র দাস, সাহিত্য বিষয়ক সম্পাদক দিলীপ কুমার দাস, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আল মনির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার আমির হোসেন, শরীফ আহমেদ লিপন, রাজু আহমেদ, মো. শাহজাহানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
- বিভিন্ন দাবিতে ছাত্র মৈত্রীর মানববন্ধন
- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
- কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর বন্ধুদের মিলনমেলা
- প্রেরণা'র উদ্যোগে বিনামূল্যে মাসব্যাপী করোনা টিকার নিবন্ধন
- না’গঞ্জ জেলা ইশা ছাত্র আন্দোলনের বর্ণমালা মিছিল
- শহীদদের প্রতি যুগান্তর স্বজন সমাবেশ’র শ্রদ্ধা
- লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা
- ভাষা শহীদদের প্রতি শ্রমিক জাগরণ মঞ্চের শ্রদ্ধা
- মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি
- ভাষা শহীদদের স্মরণে ইশা ছাত্র আন্দোলনের দোয়া
- সড়কের পাশে পড়ে থাকা লাশের দাফনে ‘আলোকিত কাশীপুর’
- নিতাইগঞ্জ থেকে নলুয়া পর্যন্ত পরিচ্ছন্ন করলো বিডি ক্লিন
- করোনা টিকার নিবন্ধনে মানুষের সেবায় 'স্লোগান'
- ধর্ষণ মামলার দ্রুত বিচারের দাবিতে মহিলা পরিষদের লিফলেট বিতরণ
- নগরীতে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত