কালাপাহাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২
রবিবার, ৭ জুন ২০২০, ২১:৪১
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলায় পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৭ জুন) উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মাহিন ফরাজির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ও কালাপাহাড়িয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ শহীদুল আলম।
অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলায় পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কালাপাহাড়িয়া এলাকার লাল মিয়ার ছেলে শাহীন (২৩) ও একই এলাকার সুরুজ মিয়ার ছেলে খলিল (৪০)।
অভিযান প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মাহিন ফরাজি বলেন, স্থানীয় পর্যায়ে কিছু ব্যক্তি আধিপত্য বিস্তার ও বালু মহালকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে থাকেন। তাদের দমনে ও বিভিন্ন ধরনের অস্ত্র, মাদক ও বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা উন্নয়নের স্বার্থে ও জনগণের নিরাপত্তায় পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো রাজনৈতিক দলের পরিচয়ে আমাদের কাছে ছাড় পাবে না। অপরাধী সে যেই হোক না কেন। তাকে আমরা আইনের আওতায় আনব।
- সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানাকে লাখ টাকা জরিমানা
- বন্দর প্রেসক্লাবের অর্থ সম্পাদক পদে সজীবের মনোনয়ন জমা
- আড়াইহাজারে ‘খাদ্য নিরাপদতা’ সেমিনার অনুষ্ঠিত
- 'কিশোর গ্যাংয়ের ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হবে'
- প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ
- কাশিপুরে শীতবস্ত্র বিতরণ করলেন সাইফউল্লাহ বাদল
- সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১
- চিটাগাং রোডে ২ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
- আড়াইহাজারে ডাকাতের হামলায় নিহত ১
- বন্দরে জাইকা সদস্যদের মাঝে সাবান বিতরণ
- বন্দরে ঘর পেল ৩৫ গৃহহীন পরিবার
- সোনারগাঁয়ে ঘর ও ২ শতাংশ করে জমি পেল ৮০ ভূমিহীন পরিবার
- ফতুল্লার ইসদাইর-পূর্ব লালপুরে স্বপন চেয়ারম্যান
- ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ঘনিষ্ঠজন পরিচয়ে তদবির
- ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ঘনিষ্ঠজন পরিচয়ে তদবির