করোনা যুদ্ধের সৈনিক আলোকিত কাশীপুরের স্বেচ্ছাসেবীরা
মঙ্গলবার, ৫ মে ২০২০, ২২:১৯
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: করোনাভাইরাসের এই মহামারীতে অগ্রগামী ভূমিকা রেখেছে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নকে ঘিরে তৈরি ফেসবুক গ্রুপ ‘আলোকিত কাশীপুর’ এর স্বেচ্ছাসেবীরা। করোনা পরিস্থিতির শুরু থেকে এখন পর্যন্ত নানা কার্যক্রমে মানুষের পাশে দাড়িয়েছে তারা। এই স্বেচ্ছাসেবীরা কাশীপুর ইউনিয়নেরই বিভিন্ন এলাকার বাসিন্দা।
গ্রুপের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার সময় থেকেই ইউনিয়নের প্রতিটি এলাকায় জীবাণুনাশক স্প্রে করাসহ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লাভস বিতরণ করেছে স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি সংক্রমন রোধে মানুষকে ঘরে রাখার জন্য মাইকিং করা হয়েছে। লকডাউনের পর ঘরবন্দি মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছে এই স্বেচ্ছাসেবীরা। এছাড়া রমজান মাসজুড়ে গরীব মানুষের বাড়িতে বাড়িতে ইফতার পৌছে দিচ্ছে তারা। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের গোসল ও দাফনসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই ডেঙ্গু মোকাবেলায় মশক নিধন কর্মসূচি পালন করছে। আর এই বিশাল কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে সংগঠনের ৯টি ওয়ার্ডের শতাধিক সেচ্ছাসেবী। আর্থিক সহযোগিতা দিয়ে নেপথ্যে কাজ করেছেন স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও বিত্তশালী সমাজসেবক।
এ বিষয়ে আলোকিত কাশীপুর গ্রুপের এডমিন শহীদুল ইসলাম খাঁ বলেন, ‘চলমান সংকট নিরসনের ক্ষেত্রে সম্পদের যথাযথ ব্যবহার ও সুষম বণ্টন নিশ্চিতের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সাথে বিভিন্ন পেশার শতাধিক ব্যক্তিবর্গ আছেন। সাথে আছেন গ্রুপের ১০ হাজার সাধারণ সদস্য। আলোকিত কাশীপুরের মাধ্যমে করোনা পরিস্থিতিতে যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন, কাজ হারিয়ে কর্মহীন হয়েছেন তাদের জন্য আমরা সংগঠনের মাধ্যমে অনুদান সংগ্রহ করে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এডমিন নিলয় হোসেন বলেন, ‘আলোকিত কাশীপুর সংগঠন আকারে সবসময়ই দেশ ও জাতির প্রতি নিজেদের কর্তব্য এবং দায়বদ্ধতা অনুভব করে। সংকটকালীন এই সময়ে আমরা আমাদের সীমিত সামর্থ্য থেকে যতটুকু সম্ভব সবার সাহায্যে এগিয়ে আসতে চাই।’
- শীতার্তদের মাঝে কেএসএফবি’র শীতবস্ত্র বিতরণ
- পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ
- হরিহর পাড়া স্কুলের এসএসসি-৯৩ ব্যাচের পুনর্মিলনী
- ছিন্নমূলদের পাশে শীতবস্ত্র নিয়ে পথশিশু ফাউন্ডেশন
- ইসলামী আন্দোলনের সম্মেলন, নতুন কমিটি ঘোষণা
- খেলোয়াড়দের মাঝে ট্রাক স্যুট বিতরণ
- কালেরকন্ঠ শুভসংঘের কম্বল পেল ৫০০ শীতার্ত
- নারায়ণগঞ্জ বন্ধুসভার নতুন কমিটি
- নারায়ণগঞ্জ বন্ধুসভার নতুন কমিটি
- মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে বিএইচআরসি’র মহানগর কমিটি
- নারায়ণগঞ্জে বিডি ক্লিনের ৯৪তম ইভেন্ট সম্পন্ন
- ইশা ছাত্র আন্দোলন ফতুল্লা থানা শাখার কর্মীসভা
- প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি অর্ধেক করার দাবি
- মুক্তিযোদ্ধা ছাত্তার মরণ স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা
- নিতাইগঞ্জে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ