করোনার ভ্যাকসিন বিতরণে প্রস্তুতি নিচ্ছে নাসিক
সোমবার, ২৫ জানুয়ারি ২০২১, ২১:২৮
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) করোনাভাইরাস ভ্যাকসিনেশন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্ত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, নাসিক নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, নাসিক ১৫ নং ওয়ার্ড কাউন্সিল অসিত বরণ বিশ্বাস প্রমুখ।
প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা বলেন, ‘নাসিক করোনা ভ্যাকসিনেশন কমিটির প্রথম সভা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। এটি প্রস্তুতিমূলক সভা ছিল। সভায় করোনা ভ্যাকসিন বিতরণ, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথম পর্যায়ে কাদের কীভাবে এবং কোথায় ভ্যাকসিন দেওয়া হবে এ বিষয়ে আলোচনা করা হয়।’
তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জে ভ্যাকসিন দেওয়ার জন্য দুটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। একটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং অন্যটি নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতাল। নারায়ণগঞ্জে কবে নাগাদ ভ্যাকসিন দেওয়া শুরু হবে এ বিষয়ে কোনো কথা হয়নি।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সভাপতি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, প্যানেল মেয়র-২ মতিউর রহমান, প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম, নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, নাসিক ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিল ফয়সাল সাগরসহ ১৬ সদস্য বিশিষ্ট করোনা ভ্যাকসিনেশন কমিটি গঠন করা হয়েছে।
- নারায়ণগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত
- শামীম ওসমান না’গঞ্জের মাটি ও মানুষের নেতা
- ন্যাপ নেতা শামসুল হক স্মরণে সভা
- ‘মসজিদ কমিটির মামলা ও সংবাদ সম্মেলনের তথ্য বিভ্রান্তিকর’
- পজেটিভ নারায়ণগঞ্জ করতে চাই: জেলা পরিষদে ডিসি
- মডেল মসজিদ প্রকল্প বাধাগ্রস্ত করতে মিথ্যাচার: আইভী
- নাসিক ১৫নং ওয়ার্ডে খেলার মাঠ ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন
- করোনার টিকা নিলেন কাউন্সিলর বিন্নি
- অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের যোগদান
- ৪ নৌ-শ্রমিককে গলা কেটে হত্যা: ২ জনের ফাঁসি, ৯ জনের যাবজ্জীবন
- ত্বকী হত্যার বিচারে প্রধানমন্ত্রীর নির্দেশনা চান ২৩ বিশিষ্টজন
- ২৮ ফেব্রুয়ারি সংবাদচর্চার সম্পাদক মুন্না খানের জন্মদিন
- নারায়ণগঞ্জে আশরাফুলসহ জাতীয় দলের ৩ ক্রিকেটার
- নারায়ণগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স
- টিকা নিলেন সাংবাদিক সানি