এরিস্টোক্রেট হাউজিং লিমিটেড’র ৭ম বর্ষপূর্তি
রবিবার, ২ ডিসেম্বর ২০১৮, ০০:১৩
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: আবাসন সমস্যার সমাধান এবং মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার মধ্যে নগরবাসীর জন্য আধুনিক ও দৃষ্টিনন্দন বাসস্থানের লক্ষে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছিলো এরিস্টোক্রেট হাউজিং লিমিটেড’র। ২০১১ সালের ১ ডিসেম্বর যাত্রা শুরুর পর থেকেই গ্রাহকদের চাহিদা পূরন করে যাচ্ছে এই আবাসন কোম্পানীটি। শনিবার (১ ডিসেম্বর) ছিলো এরিস্টোক্রেট হাউজিং লিমিটেড’র ৭ম বর্ষপূর্তি। পদার্পন করেছে ৮ম বর্ষে। দীর্ঘ এই ৭ বছরের পথচলায় হাঁটি হাঁটি পা পা করে নারায়ণগঞ্জের এই আবাসন কোম্পানীটি ইতিমধ্যেই নিজেদের ২টি প্রজেক্ট গ্রাহকদের নিকট হস্তান্তর করেছে। একটি নগরীর চাষাড়া বালুর মাঠে অবস্থিত “আহমেদ ভ্যালী” এবং অন্যটি মিশনপাড়ায় অবস্থিত “সোহাগ ভিলা”।
এরিস্টোক্রেট হাউজিং লিঃ এর ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক রেজওয়ান মেহেদী বলেন, ‘ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ শহরের বাসিন্দাদের আবাসন সমস্যার সমাধান ও উন্নত জীবন যাপনের জন্য এবং মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখে তাদেও ক্রয়ক্ষমতার মধ্যে আধুনিক ও দৃষ্টি নন্দন বাসস্থান যোগান দেয়ার লক্ষে ২০১১ সালে যাত্রা শুরু করে এরিস্টোক্রেট হাউজিং লিমিটেড। যাত্রা শুরুর পর থেকেই আমরা প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রতিটি ব্যাক্তি সততা, নিষ্ঠা ও কঠোর প্ররিশ্রমের মাধ্যমে বিগত ৭টি বছরে অত্যন্ত সফলতার সহিত নগরীতে একাধিক ভবন নির্মান এবং গ্রাহকের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্লাট ও ভবন হস্তান্তর করতে পেরেছি। এজন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং এরিস্টোক্রেট হাউজিং লিমিটেডের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। ‘শুধু ব্যবসা নয়, গ্রাহকদরে সন্তুষ্টিই আমাদরে মূল লক্ষ্য। সেই লক্ষ্যে ইতোমধ্যে আমরা সফল হয়ছে। আগামী দনিগুলোতেও সেই ধারা অব্যাহত রাখতে আমরা সদাপ্রস্তুত। আমাদরে গ্রাহকরাই আগামী দনিগুলোতে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্ররেণা হিসেবে কাজ করবে।
এদিকে, এরিস্টোক্রেট হাউজিং লিঃ এর ৮ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল ভূমি মালিক, ফ্লাট মালিক, কন্ট্রাক্টার, সাপ্লায়ারগন সহ বিভিন্ন কলাকুশলীবৃন্দ শনিবার (১ ডিসেম্বর) সন্ধায় প্রতিষ্ঠানের কার্যালয়ে এসে প্রতিষ্ঠানটির পরিচালক রেজওয়ান মেহেদী এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
- ৭শ কোটি টাকার পাট রপ্তানি অনিশ্চিত, ১০ হাজার শ্রমিক কর্মহীন
- বকেয়া আদায়ে সেলিম ওসমানের সহায়তা চাইলেন নিটিং মালিকরা
- নারায়ণগঞ্জে লকডাউনেও চলছে সাতঘোড়া সিমেন্ট ফ্যাক্টরি
- বাজারে শিশু খাদ্যপণ্যের সংকট, আকাশচুম্বী দাম
- নারায়ণগঞ্জে ‘হুজুগে’ বেড়েছে ভোগ্যপণ্যের দাম
- নারায়ণগঞ্জের থান পল্লিতে হাজার কোটি টাকার লেনদেন বন্ধ!
- সোনারগাঁয়ের জামদানি এনে দিল আন্তর্জাতিক মর্যাদা
- নারায়ণগঞ্জে চার দিনে কর আদায় ৪ কোটি ৩৭ লাখ
- আড়াইহাজারের অর্থনৈতিক অঞ্চলে আসছে জাপানিদের বড় বিনিয়োগ
- ২২০ টাকায় মিললো ৫টি পেঁয়াজ
- নারায়ণগঞ্জে পেঁয়াজের কেজি ২৪০ টাকা
- বাজারে ‘গরম মসলার’ গরম
- সবজির দাম কমায় স্বস্তিতে নগরবাসী, কমেনি মাংসের দাম
- বাজারে এসেছে ত্রিশ ট্রাক টসটসে লিচু, নজর কাড়ছে ক্রেতাদের
- ব্যবসায়ীদের দৈন্য দশায় পথ হারিয়েছে নিতাইগঞ্জ