ঈদের আগে ১৬০০ করে টাকা পাচ্ছে প্রাথমিক শিক্ষার্থীরা
বুধবার, ৬ মে ২০২০, ১৮:১৬
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রতীকী ছবি
প্রেস নারায়ণগঞ্জ: ঈদের আগেই গত ৬ মাসের বকেয়া উপবৃত্তিসহ মুজিববর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী স্কুল ব্যাগ, ড্রেস, জুতার জন্য ১ হাজার ৬ টাকা পাচ্ছে প্রাথমিক শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৫ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত অর্থ ছাড়ের আদেশ দেওয়া হয়েছে। ঈদের আগেই অভিভাবকদের ফোনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পৌঁছে যাবে।
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের (তৃতীয় পর্যায়) পরিচালক মো. ইউসুফ আলী জানান, আগামী ১৪ মে’র মধ্যে উপবৃত্তির তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থ বিতরণের জন্য সুবিধাভোগীর তালিকা রুপালী ব্যাংকের শিওর ক্যাশের পোর্টালে আপলোডের জন্য উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের আদেশে বলা হয়, সরকার রমজানের ঈদের আগেই উপবৃত্তির অর্থ সুবিধাভোগীদের মোবাইলে পাঠাতে চায়। ১৪ মে’র মধ্যে উপবৃত্তির সুবিধাভোগীর তালিকা রুপালী ব্যাংকের শিওর ক্যাশের পোর্টালে আপলোডে ব্যর্থ হলে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অধিদপ্তর থেকে প্রকল্প পরিচালককে পাঠানো চিঠিতে বলা হয়, উপবৃত্তির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে, এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ কেনার জন্য ১ হাজার টাকা করে অ্যালাউন্সও একইসঙ্গে দেওয়া হবে।
- ‘ও’ লেভেল পরীক্ষায় শীর্ষে আবারও চেইঞ্জেস স্কুল
- সরকারি বালিকার ভর্তি লটারিতে এক ছাত্রীর নাম তিনবার!
- সংকটে কিন্ডার গার্টেন স্কুলের মালিক-শিক্ষকরা
- বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা পেল নতুন বই
- আদমজী এ্যাকটিভ হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
- নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন ডিসি
- নারায়ণগঞ্জে পৌছেছে সাড়ে ১৬ লাখ নতুন বই
- ঈদের আগে ১৬০০ করে টাকা পাচ্ছে প্রাথমিক শিক্ষার্থীরা
- কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা, করোনা সংকটে চান সহযোগিতা
- নারায়ণগঞ্জ কলেজের প্রবীণ শিক্ষক ড. ইব্রাহিম আজাদ আর নেই
- বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষার্থীদের মার্চ মাসের বেতন মওকুফ
- নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় বাড়ানো হয়েছে
- নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য
- নারায়ণগঞ্জ কলেজে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু
- হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন বিদ্যানিকেতনের শিক্ষকরা