অনলাইনে প্রদান করুন সরকারি ফি
মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮, ১১:৪০
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: ই-চালানের মাধ্যমে অনলাইনে দেওয়া যাবে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফি। আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে ও হয়রানি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থ বিভাগের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) এই ইলেকক্ট্রনিক চালান ব্যবস্থাপনা পদ্ধতি তৈরি করেছে। www.echallan.gov.bd ওয়েবসাইট থেকে এ সেবা পাওয়া যাবে।
ই-চালানের মাধ্যমে তিন ধরনের সুবিধা পাওয়া যাবে –
অনলাইন জমা প্রদানের সুবিধা
অনলাইন ব্যাংকিং সুবিধা রয়েছে এমন যে কেউ অনলাইনে রাজস্ব জমা দিতে পারবেন। তথ্য প্রদানের মাধ্যমে নির্দিষ্ট ফরম অনলাইনে পূরণ করার পর ‘পরিশোধের পদ্ধতি’ অংশে গিয়ে ‘অনলাইন পরিশোধ’ অপশনটি নির্বাচন করে নির্দিষ্ট ব্যাংক একাউন্ট থেকে অর্থ ট্রান্সফারের মাধ্যমে চালানের অর্থ জমা দেওয়া যাবে।
কাউন্টারে জমা প্রদানের সুবিধা
অনলাইন ব্যাংকিং সুবিধা নেই কিংবা টাকার পরিমাণ বেশি কিংবা অনলাইন লেনদেনে আগ্রহী নন, এমন যে কেউ ‘ই চালান’ এর নির্দিষ্ট অংশসমূহের তথ্য পূরণের পর ‘পরিশোধের পদ্ধতি’ অংশে গিয়ে ‘কাউন্টার জমা’ অপশনটি নির্বাচন করবেন । এরপর প্রিন্ট অপশন গিয়ে ‘বার কোড’ যুক্ত পূরণকৃত চালান ফরমটি প্রিন্ট করে নির্দিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে নগদ/চেক/ড্রাফট/পে অর্ডারসহ জমা দিতে হবে। ‘বার কোড’ রিডিং এর মাধ্যমে ব্যাংক কাংঙ্খিত তথ্য আহরিত করে লেনদেনটি সম্পন্ন করবে।
নির্দিষ্ট চালান ফরম পূরণ
অনলাইন ব্যাংকিং বা কাউন্টারে জমা প্রদান না করেও শুধুমাত্র নির্দিষ্ট চালান ফরম পূরণ করে টাইপকৃত চালান ফরম প্রিন্ট করার সুবিধাও ‘ই-চালান’ এ রয়েছে। এক্ষেত্রে সুবিধামত যে-কোন শাখায় পূরণকৃত চালান ফরমটি ব্যবহার করা যাবে।
যে কোডে টাকা জমা দেওয়া হবে সে কোডটি তিন ভাবে নির্বাচন করা যাবে-
বিষয়ভিত্তিক জমা
আপনি যে খাতে টাকা জমা দিতে চান, ‘বিষয়ভিত্তিক জমা’ মেনু থেকে নির্দিষ্ট বিষয়ে যাওয়ার পর প্রর্দশিত সাব-মেনুসমূহ থেকে সঠিকটি নির্বাচন করে প্রয়োজনীয় কোডটি চিহ্নিত করতে পারবেন।
প্রতিষ্ঠানভিত্তিক জমা
যে কোডের বিপরীতে আপনি টাকা জমা দিতে চান, সে কোড সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর নাম জানা থাকলে ‘প্রতিষ্ঠানভিত্তিক জমা’ মেনুতে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নির্বাচনপূর্বক প্রর্দশিত কোডসমূহের তালিকা থেকে আপনি সঠিক কোডটি নির্বাচন করতে পারবেন।
অর্থনৈতিক কোডভিত্তিক জমা
নির্দিষ্ট কোড জানা থাকলে ‘অর্থনৈতিক কোডভিত্তিক জমা’ মেনু থেকে নির্দিষ্ট কোডটি নির্বাচন করেও আপনি রাজস্ব জমা প্রক্রিয়াকরণ করতে পারবেন।
- বন্দর প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শণী অনুষ্ঠিত
- লাইসিয়াম স্কুলের বিজ্ঞান মেলা
- বঙ্গবন্ধু স্যাটেলাইটে কী সুফল?
- নতুন করে শুরু করতে চায় ফেসবুক
- জুলাই মাসে আসছে ই-পাসপোর্ট
- বাংলায় খোলা যাবে ই-মেইল একাউন্ট
- আগামী মাসেই মহাকাশে উড়বে বঙ্গবন্ধু স্যাটেলাইট
- অনলাইনে প্রদান করুন সরকারি ফি
- গুগল ডুডলে বাংলার মুক্তির পতাকা
- স্মার্টফোন চুরি হলেও নিরাপত্তা দেবে ‘থামাও’
- ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ
- রূপগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন
- জেনে নিন কোন ফোনের ক্যামেরা সেরা?
- হোয়াটসঅ্যাপের অজানা কিছু ফিচার
- চলে গেলেন আমাদের কালের নায়ক